রাশিয়াকে আগামী বছরের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ব্লকের বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। সোমবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিঙ্গাপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাট মারে। তিনি বলেন, ২১ জাতির এই জোটের বৈঠকে ওয়াশিংটনের তরফে মস্কোকে আমন্ত্রণ জানানো হবে।
আরোও পড়ুন।যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীদের নামাজে বাধা দিয়ে বরখাস্ত হলেন শিক্ষিকা
এর আগে গত মে মাসে থাইল্যান্ডে এপিইসি-র এক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী মাকসিম রেশেতনিকভের ভাষণের সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিনিধিরা।
এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলস্টেনবার্গ। এই সংঘাত রাশিয়া ও ন্যাটোর মধ্যকার লড়াইয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে তিনি বলেন, এটি একটি ভয়াবহ যুদ্ধ। ন্যাটো ও রাশিয়ার সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার মতো ঘটনা এড়াতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।