নিউইয়র্ক     শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রানীর সাথে সাক্ষাত, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
রানীর সাথে সাক্ষাত, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে তিনি এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

লিজ ট্রাস যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার বালমোরাল ক্যাসেলে রানীর সঙ্গে দেখা করছেন। তার আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন রানীর সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

রানী চলাফেরার সমস্যায় ভুগছেন যার কারণে ব্রিটেনের ইতিহাসে এই প্রথম এ বৈঠকগুলি লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই জ্বালনি সঙ্কট মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। এর আগে তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সূত্র: বিবিসি।
পরিচয়/এমউএ

শেয়ার করুন