নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাখিকে চুম্বনের জের টানছেন ১৭ বছর ধরে, মুক্তি চান মিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১২:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১২:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাখিকে চুম্বনের জের টানছেন ১৭ বছর ধরে, মুক্তি চান মিকা

২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে জোর করে রাখিকে চুম্বন করেন মিকা।

প্রায় ১৭ বছর ধরে মামলা চলছে ভারতীয় গায়ক মিকা সিংহের বিরুদ্ধে। ২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে জোর করে রাখি সবন্তের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তিনি। সেই ঘটনায় রাখির দায়ের করা মামলা এবার নিষ্পত্তি চাইছেন গায়ক।

মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (উত্ত্যক্ত করা) এবং ৩২৩ (স্বেচ্ছায় কাউকে আঘাত করা) ধারায় মামলা দায়ের করেন রাখি। দিন কয়েকের মধ্যেই সেই মামলায় জামিন পান মিকা। তবু প্রায় ১৭ বছর ধরে কোর্টে পড়ে রয়েছে এই মামলা।

সম্প্রতি বম্বে হাইকোর্টে হলফনামা দাখিল করে এই মামলার নিষ্পত্তি চেয়েছেন মিকা। গায়ক জানান, রাখিও সম্মতি জানিয়েছেন এই এফআইআর খারিজ করে নেওয়ার বিষয়ে। শুধু তা-ই নয়, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়েছেন তাঁরা।

সম্প্রতি এই মামলারই শুনানি ছিল। কিন্তু আদালতের নথিতে রাখির মামলা খারিজের হলফনামা না মেলায় পিছিয়ে যায় শুনানি। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সূত্র : সমকাল

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন