সারাদিনের ব্যস্ত সময়ে শরীর চাঙ্গা করে তোলার জন্য এক কাপ চা-ই যথেষ্ট। কমবেশি সবাই দুধ চা পছন্দ করে থাকেন। ক্ষণিকের জন্য এই দুধ চা মনটাকে চনমনে করে তুললেও শরীরের জন্য তা মোটেও উপকারি নয়। তাই নিয়মিত দুধ চা পান করে নিজের ক্ষতি করার চাইতে নিয়মিত পান করতে পারেন রঙ চা। লাল চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।
আসুন জেনে নেয়া যাক রঙ চা এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-
-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
-ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে
-স্ট্রেস কমাতে সাহায্য করে
-হাড়কে শক্ত এবং মজবুত করতে বেশ কার্যকরী
-হজমে সাহায্য করে
-ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে
-হার্টের স্বাস্থ্যের উন্নতিতে লাল চায়ের ভূমিকা অপরীসীম সূএ : বাংলাদেশ জার্নাল
পরিচয়/সোহেল