নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধে বাদ যায়নি চীনা শিশুও

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধে বাদ যায়নি চীনা শিশুও

চীন থেকে যাওয়া বিমানযাত্রীদের জন্য এবার করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। দুই বছরের বেশি বয়সীদের করোনার টেস্ট করাতে হবে বিমানযাত্রার আগে অন্তত দুইদিনের মধ্যে। ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ানের পর যুক্তরাষ্ট্রও চীনের বিমানযাত্রীদের জন্য কোভিড নীতিতে পরিবর্তন এলো। মূলত আগামী ৮ জানুয়ারি থেকে বিদেশ ভ্রমণে চীনের কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণায় এই উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।

মার্কিন স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ৫ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হবে। চীন, হংকং ও ম্যাকাও থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের দেখাতে হবে করোনার নেগেটিভ সনদ। তবে, যারা ভ্রমণের ১০ দিন আগে করোনা থেকে সেরে উঠেছেন তাদের চিকিৎসার নথিপত্র দেখালেই চলবে।

এ ছাড়া, চীন ছেড়ে যাওয়া বিমানযাত্রীরা অন্য কোনো দেশ হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে গেলেও একই বিধিনিষেধের মুখে পড়তে হবে। ব্যাপক গণবিক্ষোভের মুখে সম্প্রতি কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনা সংক্রমণ চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

শেয়ার করুন