নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, বাংলাদেশের প্রচলিত আইনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়- পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, বাংলাদেশের প্রচলিত আইনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়- পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমাদের দেশে যে আইন আছে, সে আইনে ইলেকশন চায়। দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আর আমরা তাদের জানিয়েছি যে, আমরা কী কী করেছি স্বচ্ছ নির্বাচনের জন্য। ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেটে মোমেন ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর আছে। তারা চায় আমাদের নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আমরা বলেছি, ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। শুনে তারা খুশি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় কোনো মারামারি চায় না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে জানুয়ারির ৬ তারিখের কংগ্রেসে কয়েকজন লোক মরে গেছে। সেজন্য তারা চাচ্ছে যে, বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে আমরা খুব ভালো নির্বাচন করি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। অন্য সব দলকেও আন্তরিকতা নিয়ে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার গঠনের অন্য কোনো পথ আমার জানা নেই।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। কিন্তু, দুনিয়ার সব দেশেই এই আইন আছে। যুক্তরাষ্ট্রেও আরও কঠিন আইন আছে। যেখানে এর ব্যত্যয় হয়েছে সেগুলো আমরা রেকটিফাই করব। যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট। আইন চেঞ্জ করার জন্য বলেনি, বলেছে যাতে অপপ্রয়োগ না হয়।’

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন