নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের মালিকানাধীন সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্রে বসবাসরত সম্মানিত প্রবাসী ভাই-বোনদের সুবিধার কথা চিন্তা করে মাত্র ৫ সেকেন্ডেই বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজনদের একাউন্টে টাকা জমা করার এক আধুনিক ডিজিটাল সার্ভিস চালু করেছে। যা ব্লেজ নামে পরিচিত। এটি হলো বিদেশ হতে ফরেন রেমিটেন্স দেশের বেনিফিশিয়ারীর হিসাবে ২৪ ঘন্টা/৭ দিন/৩৬৫ দিন ভিত্তিতে পাঁচ সেকেন্ডের মধ্যে জমা হওয়ার একটি ডিজিটাল সেবা প্রকল্প ।
সোনালী ব্যাংক লিমিটেড, হোম পে এলএলসি এবং ইনফরমেশন টেকনোলজি কন্সালটেন্স লিমিটেড এর যৌথ উদ্যোগে গ্রাহকের হিসেবে এ সেবার মাধ্যমে রেমিটেন্স জমা হবে। সাথে সাথে সরকারি আড়াই শতাংশ প্রণোদনাও থাকবে।
গত ৩রা ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সোনালী এক্সচেঞ্জের জ্যামাইকা শাখায় এক অনাড়াম্বর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মো: আফজাল করিম এটির কার্যক্রম শুরু করেন । এছাড়া একই সময় তিনি ‘বিকাশ’ সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স বিতরণের ব্যবস্থা সম্বলিত কার্যক্রমেরও আনিুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় জনাব আফজাল করিম প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ভাই-বোনেরা যেভাবে তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এবং এজন্যে সোনালী এক্সচেঞ্জকে রেমিটেন্স পাঠানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন – তাদের সবাইকে তাঁর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পাশাপশি সবাইকে এ প্রযুক্তিগত সুবিধা গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, উদ্ভাবনী ব্যাংকিং এর শ্লোগান সামনে রেখে সোনালী ব্যাংক বিশ্বস্ততার সাথে কাজ করছে। ইতোমধ্যে অনলাইন ব্যাংকিংসহ প্রযুক্তিগত সকল সেবা প্রদান শুরু করেছে। আমরা প্রবাসী ভাই-বোনদের জন্য সবচেয়ে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে চাই। তাইতো এই বেøজ সার্ভিস উদ্ভোধন করতে পেরে সত্যি আমরা আনন্দিত। প্রায় ৩৫ টি ব্যাংক যারা ব্লেজের সাথে যুক্ত সেসব ব্যাংকের একাউন্টে প্রবাসীদের পাঠানো টাকা মাত্র ৫ সেকেন্ডেই ডিপোজিট হয়ে যাবে। এমনকি ব্যাংক বন্ধের দিনেও রেমিটেন্সের টাকা তাদের একাউন্টে তারা পেয়ে যাবেন। বেøজ উদ্ভোধনের পরপরই বেশ কিছু গ্রাহকের টাকা এর মাধ্যমে পাঠানো হয় এবং বাংলাদেশে অবস্থানরত ব্যাক্তিবর্গ যাদের কাছে টাকা পাঠানো হয়েছিল তারা নিশ্চয়তা বার্তা পেয়েছেন বলে জানা যায়। সব মিলিয়ে অতি দ্রæত টাকা পাঠানোর জন্য সোনালী এক্সচেঞ্জের এ সার্ভিস অতি আধুনিক এবং যুগোপযোগী। এ ধরনের একটি সার্ভিস চালু করতে পেরে জনাব আফজাল করিম সোনালী ব্যাংক এবং সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে এ কাজের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ হোম পে এরএলসির সিইও রুবেল আহসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী একচেঞ্জের স্থানীয় ডিরেক্টর আতাউর রহমান, সিইও এন্ড প্রেসিডেন্ট দেবশ্রী মিত্র, কোম্পানী সেক্্েরটারী এবং ম্যানহাটান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, একাউন্স এবং কমপ্লাইন্স অফিসার জিএম নূরুল হক, আরকে সফ্টওয়ারের সিটিও সঞ্জয় ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ও জ্যাকসন হাইট্স শাখার ব্যবস্থাপক মো: নবাব হোসেন, ভাইস প্্েরসিডেন্ট ও জ্যামাইকা শাখার ব্যবস্থাপক তারানা চৌধুরী, এস্টোরিয়া শাখার ব্যবস্থাপক শাহ মাহবুব, জ্যামাইকা শাখার সহকারী ম্যানেজার মো: মনিউর রহমান, সাইদা মনসুরসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি