যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা দামাল
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা দামাল
পরিচয় ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ১০:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ১০:২১ পূর্বাহ্ণ
ফলো করুন-
বিজয়ের মাসে একটি সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফি’র পরিচালনায় – সিয়াম, বিদ্যা সিনহাা মীম, শরিফুল রাজ এর অভিনয়ে জীবন্ত এই ছবি “দামাল” গত ২রা ডিসেম্বর শুক্রবার থেকে দ্বিতীয় ধাপে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি, কলম্বাস ও ক্লিভল্যান্ডে।
উইকএন্ড এর ছুটিতে সপরিবারে সব্বান্ধব ছবিটি হলে দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডায় দামাল এর পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এর রাজ হামিদ।