নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলি, শিশুসহ নিহত ৬

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলি, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ছয়জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন। খবর ফক্স নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ডেডভিলের ই গ্রিন স্ট্রিট এবং ব্রডনাক্স স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর তোলা ছবিতে মেঝেতে ছয়জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাদের নাম, পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের বেশিরভাগই শিশু।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কে গুলি চালিয়েছে বা কী কারণে এই গুলি তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

পুলিশ জানিয়েছে, লুইসভিলের একটি পার্কে এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলা কে চালিয়েছে এবং তার উদ্দেশ্য কি এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
হামলার সময় পার্কে শত শত মানুষ উপস্থিত ছিল বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন