নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য গতিতে বাড়ছে জিনিসপত্রের দাম

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ০১:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য গতিতে বাড়ছে জিনিসপত্রের দাম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, সেটা সামলাতে না সামলাতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যে দেশগুলোতে এই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, তার অন্যতম যুক্তরাষ্ট্র। এর ফলে জিনিসপত্রের দাম সাধারণ যুক্তরাষ্ট্রদের নাগালের বাইরে চলে গেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য গতিতে বাড়ছে জিনিসপত্রের দাম। দেশটিতে ১৯৭০-এর দশকের পর দ্রব্যমূল্য কখনো এতটা বাড়েনি। বিশেষ করে গত এক বছরে প্রায় দ্বিগুণ কিংবা তারও বেশি বেড়েছে কোনো কোনো জিনিসের দাম।

ডিমের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কার্টন ডিমের দাম তিন ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৩ টাকা)। অথচ ২০২১ সালের শুরুতে এর দাম ছিল দেড় ডলারেরও কম। গরু, মুরগি, মাছের দামও এভাবে বেড়েছে। মুদি দোকানে যেসব জিনিসপত্র বিক্রি হয়, গত এক বছরে সেগুলোর দাম বেড়েছে ১৩.৫ শতাংশ।

এড্ডা চার্বন নামের এক মার্কিনি বলছেন, করোনার সময় যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা এখন কঠিনতর হচ্ছে। মহামারির সময় অর্থ বাঁচাতে মানুষ রেস্টুরেন্টে খাওয়া ব্যাপকভাবে কমিয়ে দিয়েছিল। জিনিসপত্রের দামের কারণে এখন ঘরে রান্না করে খাওয়াও মুশকিল হয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, একটি-দুটি নয়, নানা কারণ মিলিয়ে পরিস্থিতি এখানে এসে পৌঁছেছে। মহামারি ও যুদ্ধের পাশাপাশি খারাপ আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে কমে গেছে ডিমের সরবরাহ।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ যতটা যৌক্তিকই হোক না কেন, এ পরিস্থিতিতে সাধারণ যুক্তরাষ্ট্ররা আঙুল তুলছেন বাইডেন প্রশাসনের দিকে। তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাইডেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এর প্রভাব পড়তে পারে। সূত্র : বিবিসি

পরিচয়/সোহেল

শেয়ার করুন