নিউইয়র্ক     শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসার অনুমোদন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৫:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৫:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসার অনুমোদন

ল্যান্ডস্টুহল রিজিওনাল মেডিকেল সেন্টার। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসা সহায়তা দেওয়ার একটি পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে পেন্টাগন।

গত জুনের শেষ দিকে জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই সামরিক হাসপাতালে ইউক্রেনীয় সেনাদের চিকিৎসার এই অনুমোদন দেওয়া হয়। বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো ইউক্রেনীয় সেনাকে চিকিৎসা দেওয়া হয়নি। এ ছাড়া ইউক্রেনীয় সেনাদের আনতে যুক্তরাষ্ট্রের সেনারা ইউক্রেনে যাবেন না।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের ল্যান্ডস্টুহল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের দক্ষিণ-পশ্চিম রামস্টেইন বিমান ঘাঁটি সংলগ্ন। যুক্তরাষ্ট্রের বাইরে এটি দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতাল।

শেয়ার করুন