রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে লড়াইয়ে সহযোগিতায় এখন পর্যন্ত মার্কিন সহযোগিতা সর্বদলীয় সমর্থন পাচ্ছেন। এই বছর বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে হাজার কোটি ডলারের সহযোগিতার প্রস্তাব ব্যাপক সমর্থন পেয়েছে। একতরফাভাবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদিত অতিরিক্ত সামরিক সহযোগিতাও মোটা দাগে কোনও বিরোধিতার মুখে পড়েনি। কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার মনোভাব নিয়েছে।
কিন্তু এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। গত মাসে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে ইউক্রেনীয়দের আরও কোনও ‘ব্ল্যাংক চেক’ দেওয়া হবে না।
আর সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল ইউক্রেনকে সহযোগিতা প্রদানের সমর্থক হলেও দলের নেতাদের মধ্যে কিছুটা অনীহা বাড়ছে। কারণ ধীরে ধীরে অতিরিক্ত সহযোগিতার প্রতি জনগণের বিরুপ মনোভাব বাড়তে শুরু করেছে।
২৪ মে ইউক্রেনের জন্য কয়েকশ’ কোটি ডলারের সামরিক সহযোগিতা পাঠানোর প্রস্তাবের বিপক্ষে ১১ রিপাবলিকান ভোট দেওয়ার পরে মিজৌরির সিনেটর জশ হাউলি টুইটারে লিখেছেন, রিপাবলিকানদের জাতীয়তাবাদের দল হওয়া উচিত, কোনও জাতি গঠনের নয়। নির্দিষ্টভাবে রিপাবলিকান সিনেট প্রার্থীদের মধ্যে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিরোধিতাকারীদের সংখ্যা বাড়ছে।
অবশ্য অক্টোবরে ইপসস পরিচালিত একটি জনমত জরিপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, জনগণ এখনও ইউক্রেনকে সহযোগিতা প্রদানকে সমর্থন করছেন। কিন্তু সমর্থনের মাত্রা আগের চেয়ে কমছে। যা দেশটির ভোরটারদের মধ্যে ইউক্রেনে সহযোগিতা পাঠানোর প্রতি সমর্থন কমার ইঙ্গিত। একই সঙ্গে ভোটাররা হয়ত সেসব প্রার্থীকে কম ভোট দেবেন না যারা ইউক্রেনকে সহযোগিতা করতে চান। বর্তমানে ৫৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনে সহযোগিতা পাঠানোর পক্ষে এবং বিপক্ষে ৪১ শতাংশ।
জনমত জরিপের এই ইঙ্গিত মার্কিন কমান্ডার-ইন-চিফকে উদ্বেগে ফেলার জন্য যথেষ্ট। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, এই বছরের শেষ দিকে ইউক্রেনের জন্য আরও সহযোগিতার অনুরোধ জানাতে পারেন তিনি।
পলিটিকো এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে, বাইডেন হয়ত রিপাবলিকান নিয়ন্ত্রিক কংগ্রেসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন। সাংবাদিকদের তিনি বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি যে কোনও চেম্বারের নিয়ন্ত্রণ পায় তাহলে ইউক্রেনে মার্কিন সহযোগিতার ভবিষ্যৎ তিনি উদ্বেগে ছিলেন। সূত্র: নিউজউইক