নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে সরিয়ে নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে সরিয়ে নিল চীন

যুক্তরাজ্য থেকে এক সিনিয়র কূটনীতিকসহ মোট ছয়জনকে প্রত্যাহার করে নিয়েছে চীন। দেশটির ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটে সহিংসতার দুই মাস পর এ উদ্যোগ নিল বেইজিং।

গত অক্টোবরে ওই কনস্যুলেটের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে শি জিনপিংবিরোধী আন্দোলন করছিলেন কয়েকজন ব্যক্তি। সেই সময় আন্দোলনকারীদের মধ্যে একজনকে টেনেহিঁচড়ে কনস্যুলেটের ভেতরে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে চীনা কূটনীতিক ঝেং জিয়ানের বিরুদ্ধে। তবে তিনি তা অস্বীকার করেছেন।

আরোও পড়ুন।যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ভয়াবহ তুষারপাত

ঝেং জিয়ান বলেন, ‘আন্দোলনকারীরা আমার দেশ নিয়ে কটূক্তি করায় আমি প্রতিবাদ করেছি।’ এ ঘটনার পর ম্যানচেস্টারের ৬ কূটনীতিককে তদন্তে অংশ নেওয়ার অনুরোধ জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। তবে কেউ-ই এতে অংশ নেননি। এ জন্য হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

কনস্যুলেটের এ ঘটনায় শিগগিরই ওই ৬ কর্মকর্তাকে ‘পারসোনা-নন-গ্রাটা’ ঘোষণা করার শঙ্কা ছিল। এর আগেই তাদের সরিয়ে নিল চীন। চীনের এমন উদ্যোগের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলে এ ঘটনা তুলে ধরে চীনকে জবাবদিহিতার মুখোমুখি করার হুমকি দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

শেয়ার করুন