নিউইয়র্ক     শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের বাজেট পেশ পেছালেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৫:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৫:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাজ্যের বাজেট পেশ পেছালেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের পরবর্তী বাজেট পরিকল্পনা পেশ পিছিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার (২৬ অক্টোবর) পার্লামেন্টে বিরোধী এমপিদের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে বক্তব্য দেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে ঋষি সুনাক জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দেশের সামনে যখন কঠিন সময় আসে, তখন তারা সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মানুষদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করেন। করোনা মহামারির সময় তারা এমনটাই করেছিল, এবারও তাই করা হবে।

প্রশ্নোত্তর পর্বে বিরোধী লেবার পার্টির নেতা কেইর স্টারমেয়ার আগাম সাধারণ নির্বাচনের দাবি করেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি সুনাক। বাজেট পরিকল্পনার বিষয়ে সুনাক জানান, কয়েক সপ্তাহের মধ্যে অর্থমন্ত্রী জেরেমি হান্ট বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন।

এদিকে দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানান, নতুন বাজেট পরিকল্পনা ও কর নীতি পেশ করতে তাদের দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে। ইতিমধ্যে তিনি সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বিপুল কর ছাড়ের পরিকল্পনা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন সুনাক। ট্রাসের এই পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছিল। এ পরিস্থিতিতে সুনাক ও হান্ট নতুন করে কর ছাড়ের ঝুঁকি নেবেন না বলে মত বিশ্লেষক অনেকের।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সুনাক টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। এ সময় দুই নেতা রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া দুই দেশের বিশেষ সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে চীনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন