নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যথােযাগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশান অফ ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:০২ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
যথােযাগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশান অফ ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ৮ এপ্রিল শনিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিপুল সংখ্যক নবাবগঞ্জবাসীসহ সর্বস্তরের বাংলাদেশী ভাইবোনদের উপস্থিতিতে নবাবগঞ্জ এসোসিয়েশান অফ ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি উজ্জল বিপুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসাদ জামান ও ইফতার মাহফিল আয়োজনের আহবায়ক আমিন মেহেদী বাবু ও মিলন মোর্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ আব্দুল মালেক, সহ সভাপতি তানভীর এ মিলন, সহ সভাপতি মজিবুর রহমান বাবু, নাসিম খান, যুগনো সাধারণ সম্পাদক গনেশ কীর্তনীয়া, গোলাম খান লিপন, আবুল কালাম আজাদ কিরণ, ইসরাত জাহান, শাওন ভুঁইয়া, ইব্রাহিম ভুঁইয়া, শিল্পী রানী, সেলিম ইব্রাহিম ও মিলন মোল্লা, ডালিয়া আক্তার ও সামছুন নাহার।

উপদেষ্টা মন্ডলী : প্রধান উপদেষ্টা মো: মুনসুর আলম, উপদেষ্টা : বদরুল ইসলাম খান বাদল, এম রহমান সাচচু, আমিন মেহেদী বাবু, প্রফেসার আনোয়ার হোসেন, এস মিয়া তৌহিদ, রোকেয়া আক্তার, আতাউর রহমান (আতা) নাসির উদ্দিন, আতাউর রহমান খান।

অতিথি হিসাবে উপস্হিত ছিলেন: আব্দুর রব মিয়া সভাপতি বাংলাদেশ সোসাইটি, এম আজিজ, চেয়ারম্যান ট্রাষ্টি বোর্ড বাংলাদেশ সেসাইিটি, মো: মোর্শেদ আলম, গিয়াস আহমেদ, আবদুর রহিম হাওলাদার, দেওয়ান মহিউদ্দিন, মোহম্মদ আলী, খানস টিউটোরিয়ালস এর অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিসেস নাঈমা খান, ফখরুল আলম, নাসিরউদিদন নাসির, কবি সালেহা ইসলাম, আমিনুল ইসলাম স্বপন, কামাল হোসেন রাকিব, নওশেদ, বীর মুক্তিযাদ্ধা আজাদ হোসেন, দুলাল বেহেদু, সালাউদ্দিন খোকন, মো: মাসুদ, আব্দুর রাজ্জাক আনোয়ার, আবদুর রাজ্জাক নান্নু, রিনা মাসুদ, মোস্তফা কামাল মকুল, শাহজাহান মিয়া ডলার, আব্দুল আজিজ, খায়রুল আলম, আজাদুর রহমান লিপন, শাহিনুর রহমান বিপ্লব, শফিকুর রহমান তপন, বিমল, মাহবুব রহমান, আক্তার হোসেন বিপ্লব, মায়া তাহ মিনা, হেলাল, বাঁশির আহমেদ, জাকির হোসেন সহ আরো অনেকে।

আমিন মেহেদী বাবু মোনাজাত পরিচালনা করেন, পরিশেষে সভাপতি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন