নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনা

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনা

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনা চলছে। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ মাঠে থাকার ঘোষণা দেয়ায় এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর সোয়া ২টায় শহরের পলিটেকনিক মাঠে আয়োজিত সমাবেশ মঞ্চে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

সমাবেশে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তবে সমাবেশে আসতে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

এদিকে সমাবেশে সংঘাত এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে বিকেল ৫টার দিকে ময়মনসিং স্টেশন রোডে বিএনপি ও আওয়ামী লীগের নেতার্কমীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্টেশনে অবস্থান যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার এই বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য রাখার কথা রয়েছে- স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। পূর্বনির্ধারিত সমাবেশ সফল করতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা শুরু হয় ময়মনসিংহ শহরে। শুক্রবার মহানগর আওয়ামী লীগ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল বের হয়। আজও জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ মাঠে থাকার ঘোষণা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের বাসায় হামলার চেষ্টা করা হয়, ওই দিন দুপুরে নতুন বাজার এলাকার পার্টি অফিসকে ঘিরে যুবলীগ-ছাত্রলীগ নেতারা মোটরসাইকেল দিয়ে মহড়া দেয়। সূএ : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন