জাতিসংঘের ৭৮তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম গত শুক্রবার, ২২ সেপ্টেম্বর ম্যানহাটনে ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউইয়র্কে জুম্মাহর খুৎবা পাঠ ও নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ওই সেন্টারের জন্য বৃহদাকার ও দৃষ্টিনন্দন একটি পবিত্র কোরআন শরীফ প্রদান করেন। মসজিদে উপস্থিত বিপুল সংখ্যক মুসুল্লি তথা গোটা সেন্টারের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মূহূর্ত।

জুম্মাহর নামাজ শেষে নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানান গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ান কমান্ডার স্যার ড. আবু জাফর মাহমুদ। সেসময় উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারিসহ সেন্টারের খতিব, ইমাম ও অন্যান্য আলেমবৃন্দ।
অসাধারণ বর্ণিল ও শিল্পমাণে বিস্ময়কর কোরআন শরীফটির সঙ্গে গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বীর মুক্তাযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ, আইটিভি’র সত্তাধিকারী ড. শহীদুল্লাহ ও ইসলামিক সেন্টারের ইমাম শেখ সাদ জালো।