মোসাদের অন্তত ৬টি দলকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় মঙ্গলবার এমন দাবি করেছে। সব মিলিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাজধানী তেহরানসহ ইসফাহান, ইয়াজদ, ওয়েস্ট আজারবাইজান এবং গোলেস্তান প্রদেশে সক্রিয় ছিল। এছাড়া দেশের বাইরে থেকেও সক্রিয়ভাবে ইরানবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল এমন ১৩ জনকে সনাক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
ইরান জানিয়েছে, সাইরাজ ছদ্মনামে একজন এই গোটা নেটওয়ার্কের দায়িত্বে রয়েছেন। তিনি ইউরোপের কোনো একটি দেশে অবস্থান করছেন। সেখান থেকেই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইরানের মধ্যে কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি। পুরো প্রোগ্রামের পেছনে রয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানে চলমান আন্দোলন থেকে মোসাদ সুবিধা নেয়ার চেষ্টা করছিল।
ইরানি শহরগুলোতে বেশ কিছু সন্ত্রাসী হামলার পেছনে রয়েছে এই গ্রুপটি এমন অভিযোগও আনা হয়েছে। ইরানের দক্ষিণ উপকূল এলাকায় ব্যাপক পরিমাণ বিস্ফোরকও পাঠিয়েছে এই দলগুলো।
গত ডিসেম্বর মাস থেকেই মোসাদ সদস্যদের গ্রেপ্তারের দাবি করে আসছে ইরান। সেসময় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছিল, এরকম চারটি দলের সন্ধান পেয়েছে তারা। এছাড়া ইরানের প্রতিরক্ষা শিল্পকে টার্গেট করে ইসরাইলের বড় চক্রান্ত ভণ্ডুল করে দেয়ার দাবিও করে তেহরান।