ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। মিউজিক ভিডিওর মডেল হয়েই দর্শকের নজর কাড়েন। নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিশা। পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও অনেক সক্রিয়। সেখানে প্রায়ই শোবিজে কাজের বিভিন্ন বিষয় তুলে ধরতে দেখা যায় তাকে। এছাড়া নিজের মতামত তুলে ধরার পাশাপাশি নতুন নতুন ছবিও পোস্ট করেন তিনি।
সম্প্রতি এই তারকা অভিনেত্রী দেশের বাইরে গিয়েছেন। মেক্সিকোর সমুদ্রপাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। সেসবের কিছু ছবিই গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১২টার দিকে পোস্ট করেছেন ভেরিফাইড ফেসবুক পেজে। তিশা একগুচ্ছ ছবি পোস্ট করে সাথে ছোট্ট একটি ক্যাপশন দিয়েছেন। লিখেছেন, ‘হেই মাই লাভ’। ছবিগুলো পোস্ট করতেই তাতে ইতোমধ্যে ৮৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য পড়েছে পাঁচ হাজারেরও বেশি।
এদিকে ছবিগুলো পোস্ট করার পর মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ প্রশ্ন করেছেন, কার সাথে মেক্সিকোর সমুদ্রপাড়ে ঘুরছেন তিনি। আবার কেউ বলছেন, ছবিগুলো তুলে দিলো কে। কেউ কেউ আবার প্রশংসামূলক মন্তব্যও করেছেন। তবে এসব মন্তব্যে কোনা সাড়া দিতে দেখা যায়নি অভিনেত্রীকে।
উল্লেখ্য, চলতি বছরটা আনন্দ-বেদনাতেই কাটছে তানজিন তিশার। এ বছর বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় কিছু নাটক। মাঝে গুঞ্জন ছড়ায় সিনেমা করছেন তিনি। হচ্ছেন শাকিব খানের নায়িকা। তবে সে খবর উড়িয়ে দেন অভিনেত্রী নিজেই।