নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোর রাষ্ট্রদূতকে ৩ দিনের মধ্যে পেরু ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
মেক্সিকোর রাষ্ট্রদূতকে ৩ দিনের মধ্যে পেরু ছাড়ার নির্দেশ

পেরুতে অবস্থিত মেক্সিকোর রাষ্ট্রদূতকে ৭২ ঘন্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পেরু সরকার। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পরিবারকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় এমন সিদ্ধান্ত নিলো পেরু। খবর বিবিসি, রয়টার্সের।

গত ৭ ডিসেম্বর অভিশংসনের মাধ্যমে বামপন্থি পেদ্রো কাস্তিলোকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হয়। এরপর ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে প্রেসিডেন্টের পদে বসেন। ইতিমধ্যে কংগ্রেস ভেঙ্গে দেওয়ার অপচেষ্টার দায়ে কাস্তিলোর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত চলছে।

এদিকে ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে সমর্থন করে আসছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর কাস্তিলোর অপসারণকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, কাস্তিলোকে অপসারণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চলছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। ইতিমধ্যে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া এবং সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ।

শেয়ার করুন