নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২ | ০১:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২২ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত ৫

মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর প্রধান ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানায়, পাঁচ আরোহীসহ উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এর কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সম্প্রতি আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন নৌবাহিনীর কর্মকর্তা।

শেয়ার করুন