নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মূল্যস্ফীতির লাগাম টানতে সুদহারে আবার বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০৯:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৯:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
মূল্যস্ফীতির লাগাম টানতে সুদহারে আবার বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

Rising food cost and grocery prices surging costs of supermarket groceries as an inflation financial crisis concept coming out of a paper bag shaped hit by a a finance graph arrow with 3D render elements.

ওয়াশিংটন ডিসি : মূল্যস্ফীতিকে বাগে আনতে নীতি সুদহারে আবারও বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার একলাফে দশমিক ৭৫ পয়েন্ট বাড়িয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। বিবিসি, নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

নীতি সুদহার বাড়িয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে অর্থ তুলে নেয়। সুদহার বেশি হওয়ায় ব্যাংকগুলো বাজারে অর্থ খাটানোর চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হয়ে ওঠে। এতে করে বাজারে অর্থের টান পড়ে। যার ফলে কমতে থাকে চাহিদা। এভাবে চাহিদা কমিয়ে বাড়বাড়ন্ত মূল্যস্ফীতির লাগাম টানার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নীতি সুদহারে বড় ধরনের উত্থানের ফলে দেশটির মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে।

নতুন করে সুদহার বৃদ্ধির ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে। ২০০৮ সালের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কখনোই এত বেশি সুদে বাজার থেকে অর্থ তুলে নেয়নি। ফলে গত ১৪ বছরের মধ্যে এ নীতি সুদহার সর্বোচ্চ।

নতুন করে সুদহারের বড় উত্থান ঘটিয়ে ক্ষান্ত হননি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়েল। তিনি ঘোষণা দিয়েছেন, এ সুদহার ভবিষ্যতে আরও বাড়বে। নীতি সুদহার বাড়ানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখনো আমাদের যাওয়ার আরও কিছুটা পথ বাকি আছে।’

গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বে জ্বালানির দাম হু হু করে বাড়তে থাকে। তাতে বেড়ে যায় সব ধরনের জিনিসের দাম। এতে বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটতে শুরু করে। মূল্যস্ফীতির লাগামহীন এ ছুটে চলার লাগাম টানতে বিশ্বের দেশে দেশে নীতি সুদহার বাড়ানো শুরু হয়। যুক্তরাষ্ট্রও পিছিয়ে থাকেনি সেই পথে হাঁটতে।

বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বৃদ্ধি বিশ্বজুড়ে বড় ধরনের প্রভাব ফেলে। কারণ, তাতে ডলার বাজার থেকে চলে যায় ফেডারেল রিজার্ভের ভল্টে। এতে বাজারে ডলারের টান পড়ে। আর বিশ্বের সিংহভাগ লেনদেন যেহেতু ডলারে নিষ্পন্ন হয়, তাই বাজারে ডলারের সরবরাহ কমলে তা বিশ্বের প্রায় সব দেশকেই প্রভাবিত করে। বাংলাদেশেও এখন চলছে তীব্র ডলার–সংকট।

শেয়ার করুন