নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের মাইন ও মর্টারশেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় আজ রোববার কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং চয়ে মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমূল হুদা বাংলাদেশের প্রতিবাদের কথা মিয়ানমার প্রতিনিধিকে জানান। গত শুক্রবার সীমান্তে মাইন ও মর্টারশেল বিস্ফোরণে একজন নিহত ও সাতজন আহত হয়। মিয়ানমার থেকে গত এক মাসে বাংলাদেশের ভেতরে তিন দফা মর্টার এসে পড়ার প্রতিটি ঘটনায় সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।
পরিচয়/সোহেল

শেয়ার করুন