মিয়ানমারের সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা অন্তত ১০০ বলে দাবি করছে ক্ষমতাচ্যুত প্রশাসনের ছায়া সরকার। এর মধ্যে অন্তত ৩০ শিশু রয়েছে বলেও জানানো হয়। গতকাল মঙ্গলবার সাগাইং অঞ্চলের কানবালু পৌর শহরে এ বিমান হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানটি মিয়ানমার সেনাবাহিনীর বিরোধীদের ছিল। ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় একটি প্রশাসনিক দপ্তর উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়।
জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) শ্রম মন্ত্রণালয় বলছে, সেনাবাহিনীর হামলায় শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এ ঘটনা যুদ্ধাপরাধের শামিল। মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর বিরোধীদের প্রতিবাদ-সংগ্রাম মোকাবিলায় বিমান হামলা চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত তিন হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ধারণা করা হয়।