নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মা-বাবা হলেন বিপাশা ও করণ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ | ০২:১৯ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২২ | ০২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
মা-বাবা হলেন বিপাশা ও করণ

প্রথমবারের মতো মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভার। আজ শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিলেন এই অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। তার পর থেকে নানা ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন বিপাশা ও করণ।


কিছুদিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছুদিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী।

সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা আমন্ত্রিত, তাদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছিল।

২০১৫ সালে হরর ফিল্ম অ্যালোনর সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

শেয়ার করুন