নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নেতা কৃষ্ণাঙ্গ হাকিম

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ | ১২:২৬ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ | ১২:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নেতা কৃষ্ণাঙ্গ হাকিম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন হাকিম জেফরিস। বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন হাকিম। ন্যান্সি পেলোসি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ডেমোক্র্যাটদের নেতা ছিলেন।

রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া হাকিম জেফরিস ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছেন। সবার সম্মতিতে তাকে বুধবার দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে।

২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১১৮তম কংগ্রেস। সেখানে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচন শেষে পার্টির প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ন্যান্সি পেলোসি। এরপর নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসের নাম শোনা যায়।

দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের হাতে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব তুলে দেওয়ার জন্য জ্যেষ্ঠ নেতাদের ওপর চাপ ছিল। তার অংশ হিসেবে ন্যান্সি পেলোসি ছাড়াও মেজোরিটি লিডার স্টেনি হোয়ার এবং মেজোরিটি হুইপ জেমস ক্লাইবার্নও সরে দাঁড়িয়েছেন।

দলীয় প্রধানের পদ থেকে ন্যান্সি পেলোসির পদত্যাগ এবং হাকিম জেফরিস নেতা হওয়ার মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির ১৯৮০-এর দশকে আসা নেতৃবৃন্দের যুগের অবসান হয়েছে।
সূত্র: রয়টার্স।

শেয়ার করুন