যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারী দেশটির সাবেক গোয়েন্দা কন্ট্রাকটর এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন স্নোডেন। তার আইনজীবী আনাতোলি কুচেরেনা সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি একটি পাসপোর্ট পেয়েছেন, তিনি রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। খবর আরব নিউজ, ডয়েচে ভেলে ও তাসের।
৩৯ বছর বয়সি স্নোডেনের কাছে এই খবরের ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেন। স্নোডেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ব্যাপক গোপনীয় কার্যকলাপের বিবরণ আছে এমন গোপন ফাইল ফাঁস করার পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন।