নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মারা গেছেন প্রভাবশালী ধর্মীয় নেতা ইউসুফ-আল-কারযাভী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
মারা গেছেন প্রভাবশালী ধর্মীয় নেতা ইউসুফ-আল-কারযাভী

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ ইউসুফ-আল-কারযাভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। মিশরীয় ধর্মীয় নেতা কারযাভী কাতারে বসবাস করতেন।
সোমবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

কারযাভী মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার নামের সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৩ সালে মুসলিম ব্রাহারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাতাহ আল সিসি।

কারযাভী আব্দুল ফাতাহ আল সিসির একজন কঠোর সমালোচক ছিলেন। এ কারণে ২০১৩ সালের পর আর নিজ দেশ মিশরে ফিরতে পারেনি ইউসুফ-আল-কারযাভী।

এর আগে ২০১১ সালে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে নির্বাসিত জীবন-যাপন করতে হয়েছিল তাকে। কারযাভীকে তার অনুপস্থিতিতেই মিশরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা

পরিচয়/সোহেল

শেয়ার করুন