নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মানবপাচারে বাংলাদেশ আগের অবস্থানেই: যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ১০:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ১০:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মানবপাচারে বাংলাদেশ আগের অবস্থানেই: যুক্তরাষ্ট্র

মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে চলতি বছরের র‌্যাঙ্কিং অনুসারে এবারো দ্বিতীয় স্তরেই অবস্থান করছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এই প্রতিবেদন প্রকাশ করেন। এই নিয়ে তৃতীয়বারের মতো মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে একই অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ওই প্রতিবেদন অনুসারে, মানবপাচার নির্মূলে বাংলাদেশ এখনো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি। আর এ কারণেই মানবপাচারের বিষয়ে বাংলাদেশের অবস্থান উন্নতির দিকে আগাতে পারছে না।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে বাংলাদেশ অঙ্গীকার করেছে এবং অঙ্গীকার বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে। মানবপাচার নির্মূলে বাংলাদেশ অনেক উদ্যোগ নিয়েছে। এটি অনেক ইতিবাচক একটি বিষয়।

শেয়ার করুন