নিউইয়র্ক     বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্সের টিকার অনুমোদন দিল ইইউ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ০৬:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ জুলাই ২০২২ | ০৬:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাঙ্কিপক্সের টিকার অনুমোদন দিল ইইউ

ক্রমেই বিশ্বব্যাপী আতঙ্কের নাম হয়ে উঠছে মাঙ্কিপক্স ভাইরাস। এবার এ ভাইরাস মোকাবিলায় নতুন টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা হিসেবে ইমভানেক্স টিকা বাজারজাত করতে ইউরোপীয় কমিশন অনুমতি দিয়েছে বলে আজ সোমবার জানিয়েছে এর উৎপাদনকারী ড্যানিশ বায়োটেকনোলজি কোম্পানি বাভারিয়ান নর্ডিক।
মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সতর্কতা জারির একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে এই টিকার অনুমোদনের জন্য সুপারিশ করেছিল।

মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ইমভানেক্সই একমাত্র টিকা, যা যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদন পেয়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোতে এখন পর্যন্ত শুধু গুটিবসন্তের চিকিৎসার জন্য এই টিকার অনুমোদন রয়েছে।

শেয়ার করুন