নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মরক্কোর প্রধানমন্ত্রীর সাথে সেমিফাইনাল দেখলেন বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ১১:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মরক্কোর প্রধানমন্ত্রীর সাথে সেমিফাইনাল দেখলেন বাইডেন

কাতার বিশ্বকাপে ফ্রান্স-মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচ একসঙ্গে উপভোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচ। ইউএস-আফ্রিকা সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আফ্রিকান নেতারা। সেমিফাইনাল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাইডেন। বক্তব্যে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আমি জানি আপনি নিজেকেই কথাগুলো বলছেন। দ্রুত শেষ করুন বাইডেন; সেমিফাইনাল খেলা শুরু হবে।’

আরোও পড়ুন।নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

বক্তব্যের পর মরক্কোর প্রধানমন্ত্রী আজিজসহ আফ্রিকার অন্যান্য নেতাদের সাথে বসে ওয়াশিংটন কনভেনশন সেন্টারে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ফ্রান্সের কাছে ২-০ গোলে সেমিফাইনালে হেরে মরক্কোর রূপকথার সমাপ্তি ঘটেছে। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মরক্কোকে অভিনন্দন জানান তিনি

শেয়ার করুন