নিউইয়র্ক : নিউ ইয়র্কে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র নির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলী ইমামকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসেরকে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা করা হয়।
৪ ডিসেম্বর রোববার নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকার উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে কমিটির ঘোষণা করলে উপস্থিত সদস্যরা তাতে সম্মতি দেন।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : সিনিয়র সহ-সভাপতি সাইদ তারেক, সহ-সভাপতি, কাজী ফৌজিয়া, সহকারী সাধারণ সম্পাদক ইমরান আনসারী। নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অনুরোধ জানান। ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে ভাসানী ফাউন্ডেশনের কার্যক্রমের সহযোগিতা করায় সদস্যদের ধন্যবাদ জানান।