নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভিন্ন স্বাদে বাঁধাকপি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৪:০৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভিন্ন স্বাদে বাঁধাকপি

উপকরণ : বাঁধাকপি ১টি (কাটা), সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদ অনুযায়ী, চালের গুঁড়া ১০০ গ্রাম, ময়দা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, ভাজা জিরা গুঁড়া সামান্য।

প্রণালি : প্রথমে বাঁধাকপি পাতলা করে কেটে নিন। তারপর কিছুক্ষণ তাতে মরিচ, লবণ, হলুদ মাখিয়ে রাখুন। এবার একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা, লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ম্যারিনেট করে রাখা বাঁধাকপিগুলো এ মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে টস করে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে তুলে নিন। গরম ভাতে ডালের সঙ্গে পরিবেশন করুন।

শেয়ার করুন