ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ৷ এক বল হাতে রেখে ছয় রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল৷ টসে হেরে ব্যাট করার সুযোগ পেয়েছিল সাকিবের দল৷ কিন্তু মাত্র ২৮ রানে ৩ উইকেট হারানোয় সুযোগটাই মনে হচ্ছিল বিশাল এক বিপর্যয়৷ ধীরে ধীরে সেই বিপর্যয় কাটিয়ে ওঠে সাকিব ও মিরাজের ছোট এক জুটি৷ সেই ভিতটাকেই কাজে লাগিয়ে আট উইকেটে ২৬৫ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ ৷
সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন অধিনায়ক সাকিব৷ তবে তার ৮০ রানের ইনিংসের পাশাপাশি হৃদয়ের ৫৪ এবং শেষের দিকে নাসুম (৪৪), মেহেদী (২৯) ও তানজিম হাসানের (১৪*) ব্যাটিংয়ে আশা জাগানিয়া পুঁজি পায় বাংলাদেশ ৷ তারপর শুভমন গিলের সেঞ্চুরিও (১২১) পারেনি ভারতের পরাজয় এড়াতে৷ বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দেন মোস্তাফিজ (৮-৫০-৩), তানজিম (৭.৫-৩২-২), মেহেদীরা (৯-৫০-২)৷