স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে তখন চলছিল দলীয় অনুশীলন। এই সময় প্রস্তুতির সেই সময়ে ঘটে গেল একটি অঘটন।এমবাপের নেওয়া প্রচন্ড গতির এক শট সরাসরি গিয়ে লাগল গ্যালারিতে থাকা এক নারীর মুখে। তাতে নাক ভেঙে যায় সেই নারীর। সেই নারীর নাক ভেঙে প্রচুর রক্তপাতও হয়।এমবাপ পরে সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন ।
যদিও এই ঘটনাটি ইচ্ছেকৃত নয়। ম্যাচ শেষে আবার লনের কিনারায় সেই সমর্থককে খুঁজে নেন এমবাপে। এমবাপে তাকে আলিঙ্গন করে একটি সাঁতারের পোশাক উপহার দেন। শনিবার এমন অঘটন ঘটার রাতে অবশ্য পরে উৎসবে মেতেছে পিএসজি। স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিগ ওয়ানের ক্লাবটি। সূত্র : যায়যায়দিন
এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়