নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড় পরিসরে আয়োজন এবারই হয়তো শেষ!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ০৫:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ০৫:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বড় পরিসরে আয়োজন এবারই হয়তো শেষ!

গত ২৪ অক্টোবর ৩০-এ পা দিলেন চিত্রনায়িকা পরীমণি। চলচ্চিত্রে আসার পর থেকেই দিনটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে তার মধ্যে। ঘটা করে উদযাপন করেন দিনটি। এবারও তার ব্যতিক্রম হলো না।

যারা ভেবেছিলেন বিয় ও সন্তানের মা হওয়ার পর পরীমণি হয়তো এবার জন্মদিন ঘটা করে উদযাপন করবেন না। তাদের ভাবনা ভুল প্রমাণ করে পরীমণি এবারও পরীর মতোই সেজে উদযাপন করলেন দিনটি। স্বামী শরিফুল রাজ, নানা ও দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে কাটলেন নিজের ৩০ তম বছরে পা দেওয়ার কেক। পাশাপাশ এও জানিয়ে দিলেন হতে পারে এটিই তার জন্মদিনের বড় পরিসরে উদযাপন করার শেষ আয়োজন। এরপর ছেলে রাজ্যর জন্মদিনই কেবল বড় পরিসরে আয়োজন করবেন।

আরও খবর। শুটিংয়ের ছবি শেয়ার করলেন রাশ্মিকা

গত সোমবারের জন্মদিনের আয়োজনে পরী তার আচরণেও প্রকাশ করলেন তার পরিণত হওয়ার দিকটি। আগের জন্মদিনের আয়োজনের মতো পরীর জন্মদিনে ছিল না দুরন্তপনা, ছিলেন শান্ত, ধীর-স্থির। পরীর সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। আর সবচেয়ে বড় উপহার তাদের প্রথম ও একমাত্র সন্তান রাজ্য ছিল পরীর কোলে। আগের জন্মদিনগুলোতে পরী শুধু তার নানাকে নিয়ে কেক কাটতেন, এবার কেক কাটলেন নানাসহ স্বামী-সন্তানকে নিয়ে।

পরীমণি বলেন, ‘আমি আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। আমার সেই বার্তা অনুযায়ী আজকের আয়োজনে সাদা মঞ্চ ও সাদা পোশাক পরে হাজির হয়েছি। সবাই আমার ভালোবাসা নিবেন। আমার সন্তান রাজ্য, রাজ আমার পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা এসেছেন সবাই আমার আপনজন।’ আয়োজনে ছিল বেশ কিছু চমক। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় পরীমনি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার গান।

শেয়ার করুন