সৌদির ক্লাব আল-ফায়হার বিপক্ষে খেলতে নামার আগে নিজের সবশেষ তিন ম্যাচে ছয়টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । জাতীয় দলের হয়ে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন। তবে আল-ফায়হার বিপক্ষে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন রোনালদো।
ম্যাচটিতে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বড় তারকা রোনালদোকে। এতে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় লিগ শিরোপার দৌড়ে আল ইতিহাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর। আল নাসরের পয়েন্ট খোয়ানোর অন্যতম দায় ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
এদিনও জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। প্রথমার্ধে ফাঁকা পোষ্টের সামনে একা গোলরক্ষককে পেয়েও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন তিনি। ফলে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। তবে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ম্যাচের ৭১ মিনিটে রোনালদোর বক্সের বেশ বাইরে থেকে দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরও একবার আশা জাগিয়েও গোল করতে পারেননি তিনি। ফলে নিষ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইল আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের।