নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈধ পন্থায় ডলারের বিনিময়ে টাকার মূল্য কমে যাওয়ায় ঈদের আগে হন্ডি ব্যবসা চাঙ্গা

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বৈধ পন্থায় ডলারের বিনিময়ে টাকার মূল্য কমে যাওয়ায় ঈদের আগে হন্ডি ব্যবসা চাঙ্গা

Isometric hand holding money and the other hand holding the earth

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ডলারের সাথে বাংলাদেশী টাকার মুল্যমান গত কয়েকদিনে ব্যাপক হারে হ্রাস পেয়েছে। মাত্র কয়েকদিন আগে যেখানে প্রতি ডলারের বিনিময়ে ১১৩ বাংলাদেশী টাকা পাওয়া যেত তা বর্তমানে ১০৭ টাকায় নেমে এসেছে। ফলে বৈধপন্থায় বাংলাদেশে অর্থ প্রেরণের আগ্রহে ভাটা পড়েছে। বিশেষ করে ঈদের আগে দ্রুত ডলারের সাথে টাকার বিনিময় মূল্য উল্লেখেযাগ্য হারে হ্রাস পাওয়ায় এক্সচেঞ্জ হাউজগুলিতে গ্রাহকের সংখ্যা ব্যাপক মাত্রায় কমে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তা সাপ্তাহিক পরিচয়কে জানান, ঈদের আগে এক্সচেঞ্জ হাউজের বুথে এমন দৃশ্য কল্পনার বাইরে ছিল। গত ঈদে রেমিট্যান্স পাঠানোর গতির কাছে এবারের অবস্থান বেশ নিচুতে। উক্ত কর্মকর্তার মতে, রেমিট্যান্স প্রেরকদের একটি উল্লেখেযাগ্য অংশ ডলারেরর বিনিময়ে দেশে বেশী পরিমাণ টাকা পাওয়ার আগ্রহে অবৈধ পন্থা অর্থাৎ হন্ডির মাধ্যমে টাকা পাঠানোর বিপদজনক পথই বেছে নিয়েছেন, কারণ বৈধ পন্থায় ডলার প্রতি বর্তমানে ১০৭ টাকা পাওয়া গেলে অবৈধ পন্থায় পাওয়া যাচ্ছে প্রায় ১১৪-১১৫ টাকা পর্যন্ত।

তিনি বলেন বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দ্রুত দৃষ্টি না দিলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ হ্রাস পেতে পারে ব্যাপক মাত্রায়।

শেয়ার করুন