পরিচয় রিপোর্ট: প্রায় এক মিলিয়ন ডলার ব্যয় করে ৭০০টি কবর ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রবাসের অন্যতম বৃহত্ সেবামুলক আঞ্চলিক সংগঠন ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’। এ ব্যাপারে জানতে চাইলে বৃহত্তর নোয়াখালী সোসাইিটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু বলেন, সমিতির কার্যকরী কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তারা কবরের জমি প্রস্তুুত করার কাজও শুরু করেছেন। আশা করা যায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে। এর আগে বৃহত্তর নোয়াখালী সোসাইিটির পক্ষে ৪০০টি কবর ক্রয় করা হয়েছিল যার মধ্যে ৩০০টি কবর এখন সমিতির কাছে মজুদ রয়েছে। এতদিন পযন্ত কেবল সমিতর সদস্যদের জন্যই বিনামুল্যে কবর বরাদ্ধ করার বিধান ছিল। তবে ৭০০ কবর ক্রয়ের পর সে বাধ্যবাধকতা প্রত্যাহার করা হতে পারে বলে আভাষ দেন সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। জনাব মিন্টু আরো জানান, কবর ক্রয়ের জন্য তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দেড় লক্ষ ডলার প্রদান করবেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরো দুইজন ৮৫ হাজার ডলার করে এক লক্ষ ৭০ হাজার ডলার দান করার সিদ্ধান্ত তাঁকে জানিয়েছন। প্রতিটি কবরের জন্য ব্যয় হবে গড়ে ১৬০০ থেকে ১৭০০ ডলার।
প্রসঙ্গত, আগামী ২০ আগষ্ট বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সভা ও ১৬ অক্টোবর কার্যকরী কমিটির নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সমিতির ভোটার হওয়ার সর্বশেষ তারিখ ৩০ জুন ২০২২ নির্ধারণ করা হয়েছে ।
বৃহত্তর নোয়াখালী সোসাইিটি এক মিলিয়ন ডলারে ৭০০টি কবর ক্রয় করছে
সোস্যাল শেয়ার :