নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১২:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১২:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৪

বুরকিনা ফাসোর সেনাসদস্যরা টহল দিচ্ছেন। ছবি : সংগৃহীত

নাইজার সীমান্তের কাছে উত্তর-পূর্ব বুরকিনা ফাসোর দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ এপ্রিল) একজন আঞ্চলিক গভর্নর এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তর-পূর্ব বুরকিনা ফাসোতে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে কমপক্ষে ৪৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাহেল অঞ্চলের উত্তর-পূর্ব বুরকিনা ফাসোর কৌরাকাউ এবং টোন্ডোবি গ্রামে এই বর্বর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। অঞ্চলটি লেফটেন্যান্ট গভর্নর রোডলফ সোরগো এর তীব্র নিন্দা করেছেন। বন্দুকধারীরা কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবিতে ১৩ জনকে হত্যা করেছে। এ হামলা অনেক মানুষ আহত হয়েছেন।

রোডলফ সোরগো জানিয়েছে, এলাকাটিকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। কৌরাকাউয়ের একজন বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেন, হামলার আগে অনেক অপরিচিত মানুষ প্রবেশ করেছিলেন। তাদের প্রবেশের পরই এ হামলা ঘটে।

প্রতিশোধের জেরে এই হামলাটি চালানো হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তারা বলছেন, কয়েকদিন আগে গবাদি পশু চুরির চেষ্টায় ধরা পরার পর গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। এই হত্যার প্রতিশোধের জেরে সন্ত্রাসীগোষ্ঠী হামলাটি চালাতে পারে।

শেয়ার করুন