নিউইয়র্ক     শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বুবলীর সাতকাহন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
বুবলীর সাতকাহন

ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরে পা রাখেন ফিল্মপাড়ায়। সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। শাকিবের বিপরীতেই অভিনয় করেছেন ১১টি সিনেমায়। সবশেষ ‘বীর’ সিনেমাটি মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন এ নায়িকা। অপুর মতো বুবলীও শাকিবের সন্তানের মা হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ফিল্মপাড়ায়।

শাকিবকে বিয়ে করেছেন বুবলী! ২০১৭ সালের ১৮ মার্চ যার আভাস দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ‘ফ্যামিলি টাইম’। অবশেষে সেটি সত্য প্রমাণ হয় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। সেদিন গণমাধ্যমে প্রকাশ হয় বুবলীর সন্তানের ছবি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ ছেলে সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। শাকিবও বুবলীর সন্তানকে স্বীকার করে নেন। কিন্তু চিত্র অপুর মতোই। সন্তানকে গ্রহণ করলেও বুবলী অতীত বলে জানিয়ে দেন শাকিব।

এদিকে জন্মদিনে তাকে শাকিব একটি নাকফুল উপহার দিয়েছেন বলে জানান বুবলী। একটি গণমাধ্যমের সেই খবর শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে খোঁচা মেরে লেখেন ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দিয়েছেন ১০টি হাসির ইমোজি। শাকিবের কাছ থেকে বুবলীর ডায়মন্ডের নাকফুল পাওয়ার বিষয়টি অপুর কাছে হাস্যকর মনে হয়েছে- এটা পোস্টে স্পষ্ট। অপুর পোস্টের পর ছাড় দেননি বুবলীও। তিনিও পাল্টা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে অপুর নাম উল্লেখ না করে এক হাত নিয়েছেন।

গত ২৩ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে বুবলী লেখেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল- আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে-স্বপনে শুধুই আপনি, হাহাহা।’

এদিকে নাকফুল কাণ্ডে মুখ খোলেন শাকিব। তিনি কোনো নাকফুল উপহার দেননি বলে জানান। এদিকে ৪ ডিসেম্বর এক ভিডিও বার্তায় বুবলী জানান, সন্তান লালন-পালনের জন্য শাকিবের কাছ থেকে কোনো অর্থ তিনি নেননি।

তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা নিই। এ কথাটাও সম্পূর্ণ ভুল। বিয়ে বা আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কোনো আর্থিক সহায়তা নিইনি। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার অনেক বড় দায়িত্ব। কিন্তু এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে। আমার সন্তানের বয়স তিন বছরের কাছাকাছি, আজ পর্যন্ত আমি কখনোই আর্থিক সহায়তা নিইনি। সমস্ত কিছু নিজেই বহন করছি।’

তবে শাকিবের সঙ্গে ব্যক্তিগত দূরত্ব থাকলেও ক্যারিয়ার বুবলী ঠিকই টেনে নিচ্ছেন। নিয়মিত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে তিনি অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে। এ ছাড়া বর্তমানে তার হাতে আরও আছে ‘মায়া : দ্য লাভ’ সিনেমা। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও বুবলী। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন