নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়াম চালুর উদ্যোগ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়াম চালুর উদ্যোগ সৌদির

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপকারী বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়াম (ইয়োগা) শেখানো এবং যোগ ব্যায়াম পরিচিত করার উদ্যোগ নিয়েছে সৌদি ইয়োগা কমিটি। খবর আরব নিউজের।

সম্প্রতি ‘ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অব নিউজ স্পোর্টস গেমস ইন ইউনিভার্সিটিস’ নামের একটি অনুষ্ঠানে সৌদি যোগ ব্যায়াম কমিটির চেয়ারম্যান নউফ আল-মারওয়া জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে পরিশ্রম করছেন তারা। এ বিষয়টি আরও সহজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চুক্তি করবেন বলেও জানান তিনি।

সৌদি ইয়োগা কমিটির চেয়ারম্যান আরও জানিয়েছেন, যোগ ব্যায়ামকে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচিত করা ছাড়াও পুরো সৌদি আরবে এটি ছড়িয়ে দিতে চান তারা। এজন্য যোগ ব্যায়ামে সেরাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনের কথা বলেছেন তিনি।

মারওয়া বলেন, ইয়োগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ভিশন ২০৩০ অনুযায়ী খেলাধুলায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে সাহায্য করবে এই ব্যায়াম। যোগ ব্যায়াম বিশ্বের অন্যতম পুরোনো শারীরিক কসরতগুলোর একটি। এই ব্যায়ামের বিকাশ ঘটেছিল ভারত উপমহাদেশে।

শেয়ার করুন