নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ দর্শনে ভারত দুনিয়ায় দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৫:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৫:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপ দর্শনে ভারত দুনিয়ায় দ্বিতীয়

ভারত বিশ্বকাপ ফুটবল না খেললে কি হয়, বিশ্বকাপের দর্শক হিসেবে ভারত দুনিয়ায় দু নম্বরে। এ ব্যাপারে ব্রাজিল-আর্জেন্টিনাকেও টেক্কা দিয়েছে ভারত। আর ভারতীয় দর্শকদের মধ্যে সবথেকে বেশি দর্শক কাতার গেছে এই বাংলা থেকে। কাতারে বিশ্বকাপ দেখতে হায়া কার্ড থাকতেই হবে।

এবার হায়া কার্ডের জন্য প্রায় ২০ লাখ মানুষ আবেদন করেছিলেন। এর মধ্যে ভারত থেকে আবেদনকারীর সংখ্যা ৫৬ হাজার ৮৯৩ জন। শীর্ষে আছে সৌদি আরব। সে দেশ থেকে এসেছেন ৭৭ হাজার ১০৬ জন। তৃতীয় স্থানে আমেরিকা ও চতুর্থ স্থানে ইংল্যান্ড। প্রথম চারটি দেশের মধ্যে তিনটি বিশ্বকাপ খেলা দেশ।

ভারতই মাত্র বিশ্বকাপ খেলে না। কিন্তু, বিশ্বকাপ উন্মাদনায় ভোগে ভারত। বিশ্বকাপ দেখতে কাতারে আসা দেশগুলির মধ্যে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার দর্শক কম। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ অথবা আমেরিকা আসার থেকে এশিয়ায় আসা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার দর্শকদের কাছে ব্যয়বহুল। তাই তারা সংখ্যায় কম।

মধ্যপ্রাচ্যের কাতারে জীবনধারণের ব্যয়ও বেশি। মুসলিম দেশ কাতার অবশ্য এবার বিশ্বকাপে ইসলামের প্রচারে তৎপর। দোহায় অবস্থিত নিল মসজিদে তারা ইসলাম সম্পর্কে প্রচার চালাচ্ছে। এই ধর্ম যে সহনশীল, উদার তার পক্ষে প্রচার চালানো হচ্ছে। একটি সেন্টার করা হয়েছে। নীল মসজিদ দর্শনার্থীদের সেখানে মুফতে পান করানো হচ্ছে আরবিক কফি। নীল মসজিদের টাইলস গুলি নীল মোজাইকের। তাই এই মসজিদের নাম নীল মসজিদ।

শেয়ার করুন