নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০২:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০২:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর বদলে দলে জায়গা পেয়েছেন গোঞ্জালো রামোস। মাঠে নেমেই কোচ সান্তোসের আস্থার প্রতিদান দিলেন গোঞ্জালো। করেছেন হ্যাটট্রিক। এটি চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

১৭ মিনিটে প্রথম গোল করেন রামোস। থ্রো থেকে বক্সের মধ্যে রামোসকে পাস দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টে থাকা গোলরক্ষকের পাস দিয়ে জোরালো শটে গোল করেন রামোস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গোলরক্ষক।

৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। বল নিয়ে ডান প্রান্ত ধরে ওঠেন দিয়োগো দালত। তিনি ক্রস রাখেন বক্সে। বাঁ পায়ের টোকায় গোলরক্ষকের পায়ের তলা দিয়ে বল জালে জড়িয়ে দেন রামোস।

৬৭ মিনিটে হ্যাটট্রিক করেন রামোস। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই এই কৃতিত্ব তার। নিজেদের মধ্যে বল খেলে বক্সের মধ্যে তাঁর দিকে বল বাড়ান ফের্নান্দেস। আগুয়ান গোলরক্ষকের মাথায় উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন