ওয়াশিংটন ও নিউইয়র্কে সফররত বিবিসি-২৪ নিউজ এর সিনিয়র সাংবাদিক জালাল মিয়ার হাতে নাট্যকার খান শওকত তুলে দিলেন তার লেখা ৩৫টা নাটকের পান্ডুলিপি “বঙ্গবন্ধু নাট্যসমগ্র” এবং ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসবের পোষ্টার ও দাওয়াত পত্র। তিনি জালাল মিয়াকে আগামী ফেব্রæয়ারিতে কলকাতায় এবং বাংলাদেশের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এবং কলকাতায় অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব দুটিতে অতিথী হিসেবে অংশগ্রহন করার জন্য আমন্ত্রনও জানান।
বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম ভারতের মাটিতে দুই বাংলার নাট্যকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব। উক্ত উৎসবের প্রতিটা নাটকই খান শওকত রচিত “বঙ্গবন্ধু নাট্যসমগ্র” থেকে বাছাই করা হয়েছে। বিষয়টি জানার পর গত ১লা অক্টোবরে জালাল মিয়া তার হোটেলে নাট্যকার খান শওকতের একটি সাক্ষাৎকার গ্রহন করেন।
শীঘ্রই এ সাক্ষাতকারটি প্রচার হবে এবং খান শওকত রচিত নাট্যগ্রন্থটি একজন সিনিয়র পরিচালকের কাছে তিনি হস্তান্তর করবেন এবং চেষ্টা করবেন যেন এ বইয়ের নাটকগুলো নির্মান করা হয় এবং প্রচার করা হয়।
আসছে ফেব্রæয়ারির ১ম সপ্তাহে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসবে কলকাতা থেকে ২০ জন নাট্যশিল্পী আসছেন খান শওকত রচিত তিনটে নাটক মন্চায়নের জন্য।
নাটকগুলোর নামঃ (১) যাদবপুর দলমাদল পরিবেশন করবে- বঙ্গবন্ধু শেখ মুজিব (২) গোবরাপুর সংবিত্তি নাট্যসংস্থা পরিবেশন করবে- হানাদার এবং (৩) বাকসা ব্রাত্য নাট্যজন পরিবেশন করবে- খুনী ডালিম বলছি। এছাড়া বাংলাদেশের দেশ থিয়েটার সিলেটের- স্বাধীনতার ঘোষক, পাবনা থিয়েটার-৭৭ এর- আমার বাড়ি টুঙ্গীপাড়া, জয়পুরহাটের পাঁচবিবি থিয়েটারের- ৭ই মার্চের ভাসন, থুকড়া গ্রাম থিয়েটারের- আমার নাম শেখ মুজিব এবং টঙ্গীর নাটভূমি রেপার্টরির নাটকসহ বেশ কয়েকটি নাট্যদল উক্ত নাট্য উৎসবে অংশ নেবেন। এরপর ফেব্রæয়ারির ১৬ থেকে ২০ তারিখের মধ্যে তারা সবাই উপস্থিত হবেন কলকাতাতে ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসবে। আমি উক্ত কমিটির একজন সদস্য এবং খান শওকতের লেখা ৩৫টা নাটকের “বঙ্গবন্ধু নাট্যসমগ্র” আমি পড়েছি। তার লেখা অত্যন্ত গ্রহনযোগ্য ও তথ্যসমৃদ্ধ। ইতিমধ্যে তার লেখা নাটকসমুহ আমেরিকা, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্চস্থ হয়েছে এবং প্রসংশিত হয়েছে। তার রচিত নাটকসমুহ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনসার একটি গবেষনা গ্রন্থ লিখেছেন যেটা প্রকাশ করেছে বাংলা একাডেমি।
পরিচয়/টিএ