নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিবাহ বার্ষিকীতে স্বামীকে যা বললেন মিম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ০১:২২ অপরাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ০১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
বিবাহ বার্ষিকীতে স্বামীকে যা বললেন মিম

গত বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে বেশ সুখ্যাতি অর্জন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর থেকে ক্যারিয়ারের পালে যেন নতুন হাওয়া বইতে শুরু করেছে তার। নিজের পরিশ্রমে ও শিল্পগুণে দর্শক ও শুভাকাঙ্ক্ষীমহলে বেশ প্রশংসিত এ সুন্দরী নায়িকা।

লাস্যময়ী এই সুন্দরী ক্যারিয়ারের বাইরে মাঝে মাঝে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিজের ভালো লাগা, অবসরে ঘুরে বেড়ানোর নানা ছবি ও ভিডিও শেয়ার করেন মিম।

আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিম। আজ তার প্রথম বিবাহ বার্ষিকী।

বিবাহ বার্ষিকীতে প্রিয়তম স্বামীর উদ্দেশ্যে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে বিয়ে ও ভালোবাসা সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত থেকে এক পোস্টে মিম বলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা। কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।’


তিনি আরো বলেন, ‘আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তবুও তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখ সব সময়।’ এর সাথে অভিনেত্রী আরও যোগ করেন ‘শুভ প্রথম বিবাহবার্ষিকী, ভালোবাসা।’ সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন