বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। তাদের আগামী ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। তিন আইনজীবী হলেন- সভাপতি তানভীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী এবং জুবায়ের ইসলাম।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের সঙ্গে এজলাসে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালির অভিযোগ উঠে এই তিন আইনজীবীর বিরুদ্ধে।
পরে এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ২ জানুয়ারি চিঠি পাঠান সেই বিচারক। বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। পরে তা নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সূত্র : সাম্প্রতিক দেশকাল