বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (বিএডিভি) বাংলাদেশ ও বিএডিভির সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি আগামী ১৭ই ডিসেম্বর, শনিবার ২০২২ এ পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
বিএডিভি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বৃহৎ ডেলাওয়্যার উপত্যকা (দক্ষিণ নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং ডেলাওয়্যার) এ বাংলাদেশী আমেরিকান তথা বাংলা ভাষাভাষীদের সেবা করে আসছে। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, সংগঠন যা বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষে হিসেবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ ও বিএডিভির সুবর্ণ জয়ন্তী উৎসবঃ “স্মরণে বরণে আমাদের পঞ্চাশ”
স্হান – পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার, ১১১৩ মার্কেট স্ট্রিট, ফিলাডেলফিয়া। ডিসেম্বর ১৭, ২০২২, দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত।