ঢাকা ওয়ারির রাধা কান্ত জিউ মন্দিরে হামলা, ভাংচুর ও প্রতিমা তুলে নেয়ার প্রতিবাদে নিউইয়র্কে গত ২০শে মার্চ রোববার বিকেলে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র কর্মকর্তা শ্রীমান নিত্যানন্দ কিশোর দাসের সভাপতিত্বে এবং শ্যামল কর ও রাম দাস এর পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু দত্ত, শিতাংশু গুহ, দ্বীজেন ভট্টাচার্য, ডা. প্রভাত দাস, ডা. সমীর সরকার, ভজন সরকার, রুপ কুমার ভৌমিক, সুশীল সাহা, বিষ্ণু গোপ, দিনেশ মজুমদার, নিতাই নাথ, রবীন্দ্র পাল, শ্যামল রোদ্র, রামদাস গোরামি, গোবিন্দ বানিয়া, প্রদীপ সূত্রধর, উত্তম কুমার সাহা, ঝলক রয়, সুতিপা চৌধূরী, জলি সাহা, রীতা নাথ, অনুকুল অধিকারী, বিধান পাল, মোহিত নিত্র, আশিস সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সময় দিনের পর দিন হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, হামলা, লুটপাটের ঘটনা বেড়ে চলেছে। তারা বলেন, অতি সম্প্রতি হাজী শফিউল্লাহর নেতৃত্বে ঢাকা ওয়ারি রাধা কান্ত মন্দিরে হামলা, ভাংচুর এবং প্রতিমা তুলে নেয়ার ঘটনা ঘটেছে। বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে হাজী শফিউল্লাহ সহ সকল দুস্কৃতকারিদের গ্রেফতার করে সংখ্যালঘু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। এসময় তারা হিন্দু নির্যাতন বিরোধী নানা শ্লোগান দেন।-ইউএসএ নিউজ