নিউইয়র্ক : বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিবর্ষণ, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা পৃথক দুটি সমাবেশ থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন । যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিশ্চয়তা দাবিতে কন্সাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করেন।
কুইন্সে নর্দার্ন বুলেভার্ডে অবস্থিত কন্স্যুলেট অফিসের সামনে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ-সমাবেশের পর কন্স্যুলেট জেনারেলে স্মারকলিপি প্রদানের সময় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জসীম ভূঁইয়া, এম এ সবুর, আনোয়ারুল ইসলাম, মোশারফ হোসেন সবুজ, কাজী আজম, বাবুল চৌধুরী, শরিফলস্কর, সৈয়দা মাহমুদা শরিফ, মার্শাল মুরাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, হুমায়ূন কবির, শহিদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা আবু সাঈদ আহমেদ, আমানত হোসেন আমান, কাওসার আহমদ প্রমূখ।
এদিন সন্ধ্যায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিবর্ষণ, হামলা, গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ’ ও অবিলম্বে সকলের মুক্তি দাবিতে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুৃষ্ঠিত হয়। এসময় যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আবুল কাশেম, আতিকুল হক আযাদ, মিজানুর রহমান, সাইফুর খান হারুন, আমানত হোসেন আমান, মনির হোসেন, শাহবাজ আহম্মেদ, মোতাহার রাজা প্রমুখ।-ইউএসএ নিউজ